ক্যাটাগরি

বড়দিনে গির্জা ঘিরে চার স্তরের নিরাপত্তা: ডিএমপি কমিশনার

উৎসবের আগের দিন বৃহস্পতিবার
সন্ধ্যায় কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রালের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে
তিনি একথা বলেন।

পুলিশ কমিশনার বলেন,
“বড়দিনে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর নিরাপত্তা সংক্রান্ত
কোনো হুমকি নেই।

“প্রতিটি গির্জার
গেইটে আমাদের ইউনিফর্ম পরা পুলিশ আছে। পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগানো হয়েছে।
প্রতিটি গির্জার আশপাশে ডিএমপির সাদা পোশাকে পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া
গোয়েন্দা পুলিশ, এসবি পুলিশ সদস্যরাও নিরাপত্তায় দায়িত্ব পালন করবে। শহরের
বিভিন্ন সড়কে পেট্রোলিং দল  থাকবে।”

কাকরাইলের সেন্ট
মেরিস ক্যাথেড্রালের পুরোহিত ফাদার বিমল ফ্রান্সিস গোমেজ নিরাপত্তায় সন্তুষ্টির
কথা জানান।

তিনি বলেন, “করোনাভাইরাস
পরিস্থিতির কারণে অনুষ্ঠান আয়োজনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বাইরের আলোকসজ্জা
করা হয়নি। প্রার্থনায় জোর দেওয়া হচ্ছে। দেশ ও বিশ্বের মানুষদের করোনার মতো মহামারী
থেকে সুস্থ রাখার জন্য বিশেষ প্রার্থনা করা হবে।

“প্রার্থনার জন্য
আসার বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।”