সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার
ব্যাটিংয়ের দুর্বলতা স্পষ্ট হয় যথেষ্টই। প্রথম ইনিংসে ভারত ২৪৪ রান করেও লিড পেয়ে যায়
৫৩ রানের। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বোলাররা ভারতকে ৩৬ রানে গুটিয়ে দিয়ে পাল্টে
দেয় পাশার দান।
তবে এত কম রানে অলআউটের ঘটনা তো
আর রোজ ঘটবে না। দা এইজ ও দা হেরাল্ডের সঙ্গে কথোপকথনে শ্রীকান্ত বললেন, অস্ট্রেলিয়ার
ব্যাটিংয়ের ঘাটতি ভারতের কাজে লাগাতে উচিত।
“ ভুলে গেলে চলবে না, অস্ট্রেলিয়ার
ব্যাটিং দারুণ কিছু নয়। আমার বিশ্বাস, অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের শতকরা ৩০ ভাগই ডেভিড
ওয়ার্নার, আরও ৩০ ভাগ স্টিভেন স্মিথ। অন্যরা মিলে বাকি অংশ। তাদের বোলিং দারুণ। কিন্তু
ব্যাটিং খুব শক্তিশালী নয়। ভারত সেটা কাজে লাগাতে পারে।”
চোটের কারণে প্রথম টেস্টে অস্ট্রেলিয়া
পায়নি ওয়ার্নারকে। বাঁহাতি এই ওপেনার থাকছেন না দ্বিতীয় টেস্টেও।
বিরাট কোহলি ও মোহাম্মদ শামির অনুপস্থিতিতে
ভারতের ঘুরে দাঁড়ানো সহজ হবে না, মানছেন শ্রীকান্ত। তবে সাবেক এই অধিনায়কের বিশ্বাস,
হাল ছাড়বে না ভারত।
“ আমার মনে হয়, আমাদের দলের মানসিকতা
(প্রথম টেস্টে) অতি রক্ষণাত্মক ছিল। ওদেরকে ঘুরে দাঁড়াতে হবে। আরেকটু ইতিবাচক মানসিকতা
মেলে ধরতে হবে। এটাই লড়াইয়ের সেরা পথ। সত্যি বলতে, কিং কোহলি ও শামিকে ছাড়া কাজটা কঠিন
হবে, সন্দেহ নেই।”
“ তবে আমি নিশ্চিত, ওরা মাঠে নেমে
লড়াই করবে। ভারতে সবাই হতাশ অবশ্যই। তবে সবাইকে ব্যাপারটি এভাবে নিতে হবে যেন এটা ছিল
একটা দুঃস্বপ্ন।”
ভারতের ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু
শনিবার, বক্সিং ডে টেস্টে মেলবোর্নে মুখোমুখি হবে দুই দল।