ক্যাটাগরি

সোশ্যাল ডিসট্যানসিং না মানলে ছয় মাসের জেল!

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, যে বা যারা একে অপর থেকে ন্যূনতম এক মিটার (৩.২ ফুট) দূরত্ব না রাখবে বা স্কুল-কাজের বাইরে ১০ জনের বেশি একসঙ্গে হবে তাদের ১০ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার (৭ হাজার মার্কিন ডলার) অর্থদণ্ড এবং/অথবা ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে।

বৃহস্পতিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই সাজার কথা বলা হয়েছে।

শুক্রবার থেকে এই আইন কার্যকরের কথা জানিয়ে সিএনএন বলছে, যাদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে তারা তা না মানলে তাদেরও এই সাজা দেওয়া হবে।

বিদেশফেরত ও শ্বাসতন্ত্রের সমস্যা রয়েছে এমন লোকদের হোম কোয়ারেন্টিনের নোটিশ দিয়েছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ।

সিঙ্গাপুরে বুধবার নতুন করে ৭৩ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যা দেশটিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হওয়ার ঘটনা।

সোমবার থেকে সব স্বল্প সময়ের পর্যটক এবং ট্রানজিটের বিমান যাত্রীদের জন্য দ্বার বন্ধ করেছে সিঙ্গাপুর।

এক্ষেত্রে কেবল ছাড় পাচ্ছেন মালয়েশিয়ানরা, যাদের সিঙ্গাপুরের ওয়ার্ক পারমিট রয়েছে। তারা সিঙ্গাপুরে এসে কাজ চালিয়ে যেতে পারবেন।

সিঙ্গাপুর সরকার সব প্রতিষ্ঠানকে কর্মীদের শারীরিক সংস্পর্শ কমিয়ে আনার পদক্ষেপ নিতে এবং ঘরে বসে কাজের জন্য টেলিফোন সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছে।