গত ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন আমির। এমন সিদ্ধান্তের পেছনে সরাসরি দায় চাপান পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান ম্যানেজমেন্টের ওপর।
এরপর নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম মন্তব্য করেছিলেন, হুট করে এই সিদ্ধান্ত নেওয়ায় ভবিষ্যতে পস্তাতে হবে আমিরকে। এবার লাহোরে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে তিনি বললেন, দেশের ক্রিকেটের ওপরের নেতিবাচক প্রভাবের শঙ্কার কথা।
“আমিরের সিদ্ধান্ত (অবসরের) পাকিস্তানের বোলিং শক্তির ওপর কী প্রভাব ফেলবে, এটা বিষয় নয়। কারণ জীবন থেমে থাকে না। তবে যে বিষয় আমাকে বেশি ভাবাচ্ছে তা হলো, এই জাতীয় ঘটনাগুলি আমাদের ক্রিকেট ও এর ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এমন ঘটনা না ঘটাই উত্তম।”
গত বছরের জুলাইয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন আমির। গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফরের ঠিক আগ মুহূর্তে তার সেই সিদ্ধান্ত বিপাকে ফেলেছিল পাকিস্তানকে। সেজন্য তখন সরাসরি তার সমালোচনা করেছিলেন মিসবাহ-উল-হক, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসরা। যা চলে এখনও।
ছবি: পিসিবি
আর এমন পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়েই অবসরের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান আমির। ইনজামাম মানছেন, তার সমস্যার বিষয়। তবে তার আরও অপেক্ষা করা উচিত ছিল বলে মনে করেন সাবেক তারকা ব্যাটসম্যান।
“সে যদি টিম ম্যানেজমেন্টের একজন বা দুজনের প্রতি অসন্তুষ্ট থাকত, তার উচিত ছিল প্রধান কোচ মিসবাহ-উল-হকের সঙ্গে খোলামেলা আলাপ করা। সিদ্ধান্ত নেওয়ার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারতো সে।”
“ওয়াকারের (বোলিং কোচ) সঙ্গে সম্ভবত তার সমস্যা আছে। উপর মহলে জানানোর পরও যদি সমস্যা না মিটতো, তখন তার উচিত ছিল এই পথ নেওয়া।”
২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা আমির পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টি খেলেছেন। তার নামের পাশে আছে ২৫৯টি আন্তর্জাতিক উইকেট।