পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শনিবারের বিবৃতিতে জানানো হয়েছে, এমআরআই স্ক্যানে ঊরুতে চোট ধরা পড়েছে শাদাবের। বোর্ডের চিকিৎসকরা তাকে দেড় মাসের মতো বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
এই চোটে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেও খেলতে পারেননি শাদাব। তবে এখনই তাকে দেশে পাঠিয়ে দিচ্ছে না পাকিস্তান। দলের সঙ্গে নিউ জিল্যান্ডেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি।
ক্রাইস্টচার্চে ৩ জানুয়ারি শুরু হবে পাকিস্তান-নিউ জিল্যান্ডের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান। আগামী ২৬ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সিরিজটি।