প্রিমিয়ার লিগে
সবশেষ ১০ ম্যাচে আর্সেনালের জয় কেবল একটি। পয়েন্ট তালিকায় তারা নেমে গেছে ১৫ নম্বরে।
ঘরের মাঠে শনিবার
আর্সেনালের প্রতিপক্ষ চেলসি। এরপর তারা খেলবে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মাঠে,
২০২০ সালে যে দলের ঘরের মাঠে একমাত্র জয় আর্সেনালের বিপক্ষেই, গত মৌসুমে। আর্তেতার
দলের পরের প্রতিপক্ষ অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন।
গত বছরের ডিসেম্বরে
উনাই এমেরির স্থলাভিষিক্ত হওয়া আর্তেতা অবশ্য ব্যর্থতার কোনো অজুহাত দিচ্ছেন না। চেলসি
ম্যাচের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে দলের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ
প্রসঙ্গে আর্তেতা জানান, আসছে সপ্তাহটি তার দলের জন্য খুব গুরুত্বপূর্ণ।
সময়টা ভালো যাচ্ছে না আর্সেনালের।
“প্রিমিয়ার লিগে আমাদের অবস্থান কী হতে পারে, তা জানতে
ও বুঝতে আগামী সাত থেকে আট দিন হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ।”
এফএ কাপ জিতে গত
মৌসুম শেষ করা আর্সেনালের নতুন মৌসুমের শুরুটাও ছিল দারুণ। গত অগাস্টের শেষে লিভারপুলকে
হারিয়ে তারা জিতে নেয় কমিউনিটি শিল্ড। সঙ্গে লিগে শুরুর চার ম্যাচের তিনটিতেই জিতেছিল
দলটি।
এরপরই ছন্দপতন;
একের পর এক হার ও ড্র। গত ১ নভেম্বর লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ থেকে জয় নিয়ে
ফিরেছিল আর্সেনাল। এরপর টানা সাত ম্যাচ নেই জয়ের দেখা।
মাঝে অবশ্য লিগ
কাপে লেস্টার সিটি ও লিভারপুলের মাঠে জিতেছিল তারা। তবে গত সপ্তাহে ম্যানচেস্টার সিটির
বিপক্ষে হেরে প্রতিযোগিতাটি থেকে বিদায় নিয়েছে দলটি।