শনিবার দলটির প্রধান হনুমান বেনিওয়াল রাজস্থানের আলওয়ারে শাহজাহানপুর-খেদা সীমান্তে নতুন কৃষি সংস্কার আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর পর এ ঘোষণা দেন।
আন্দোলনে সমর্থন জানানোর পাশাপাশি শিগগিরই ‘দিল্লি অভিমুখে যাত্রা’ করবেন বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, জানিয়েছে এনডিটিভি।
“এনডিএ’র সঙ্গে ফেভিকলের আঠার মতো আটকে নেই আমি। নিজেকে এনডিএ থেকে বিচ্ছিন্ন করলাম। যারা কৃষকদের বিরুদ্ধে আমরা তাদের সঙ্গে থাকতে পারি না,” বলেছেন রাজস্থানের নাগাউর থেকে লোকসভায় যাওয়া বেনিওয়াল।
২০১৮ সালে রাজস্থানে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি থেকে বেরিয়ে নিজের আলাদা দল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি) বানিয়েছিলেন বেনিওয়াল। ২০১৯ এর সাধারণ নির্বাচনের আগে নিজের পুরনো দলের সঙ্গেই হন জোটবদ্ধ।
“ভুয়া কোভিড প্রতিবেদনের কারণে আমাকে লোকসভায় ঢুকতে দেওয়া হয়নি। যদি আমি সেখানে থাকতাম তাহলে কৃষি আইনের কপি ছুড়ে মারতাম,” বলেছেন ৪৮ বছর বয়সী বেনিওয়াল।
রাজস্থানের এ রাজনীতিক এর আগে কৃষি সংস্কার আইনগুলোকে ‘কালো আইন’ অ্যাখ্যা দিয়েছিলেন। সরকার যদি ওই আইনগুলো বাতিল না করে তাহলে তার দল এনডিএ’তে থাকবে কিনা ‘তা বিবেচনা করে দেখবে’ বলেও সতর্ক করেছিলেন তিনি।
আরএলপির আগে পাঞ্জাবের শিরোমনি আকালি দলও বিতর্কিত এ কৃষি সংস্কার আইনগুলোর কারণে এনডিএ জোট ছেড়েছিল।
মহারাষ্ট্রে নির্বাচনের পর বিজেপির সঙ্গে মতপার্থক্যে গত বছর শিব সেনাও জোট থেকে বেরিয়ে গিয়েছিল। মহারাষ্ট্রে এখন শিব সেনা, কংগ্রেস ও শারদ পাওয়ারের এনসিপি জোট ক্ষমতায়।