উপজেলার ভোজেশ্বর বন্দরে
শনিবার দুপুরে আগুন লাগে বলে শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সির্ভিল ডিফেন্সের ডিএডি মো. সেলিম মিয়া জানানভ
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিটি ইউনিট গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।
“ছয়টি গুদামসহ প্রায় দুই হাজার মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।”
তবে তিনি আগুনের কারণ বলতে
পারেননি। ক্ষতির পরিমাণও আরো বেশি বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
বন্দরের পাট ব্যবসায়ী আনোয়ার হোসেন মাদবর বলেন, “সালাম হাওলাদারের গুদামের পাট শ্রমিকদের সিগারেটের আগুন থেকে আগুন লাগে। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। এতে শওকত বয়াতির একটি, সালাম হাওলাদারের দুটি, সোহেল বয়াতির দুটি ও রুবেল পেয়াদার একটিসহ মোট ছয়টি গুদাম প্রায় তিন হাজার মণ পাটসহ পুড়ে ছাই হয়ে যায়।”
এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি
করেছেন বাজারের পাট ব্যবসায়ী খোকন বয়াতি।