ক্যাটাগরি

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সশস্ত্র হামলায় ৩ শান্তিরক্ষী নিহত

রোববারের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের আগে সহিংসতার পরিমাণ কমিয়ে আনতে দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওই সদস্যদের মোতায়েন করা হয়েছিল।

শুক্রবার জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মধ্যাঞ্চলীয় ডেকোয়া ও দক্ষিণাঞ্চলীয় বাকুমাতে শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের উপর দুটি হামলা চালায়।

এতে বুরুন্ডির ৩ শান্তিরক্ষী নিহত হওয়ার পাশাপাশি শান্তিরক্ষী বাহিনীর আরও ২ সদস্য আহত হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

হামলা ও শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের এ ধরনের মৃত্যু যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে, বলেছে জাতিসংঘ।

সহিংসতার কারণে আফ্রিকার এ দেশটির প্রায় ৫৫ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে; দেশটিতে সম্প্রতি বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীদের উপর হামলার পরিমাণও বেড়েছে।