চার দিনের ছুটি শেষে স্থানীয় সময় রোববার সকালে অনুশীলনে ফেরে বার্সেলোনা দল। লা লিগায় মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায় কাম্প নউয়ে এইবারের মুখোমুখি হবে তারা। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, এই ম্যাচে খেলবেন না মেসি।
গত মঙ্গলবার রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা ম্যাচের পরপরই ছুটি কাটাতে আর্জেন্টিনায় যান মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বাড়তি ছুটি দিয়েছেন কোচ রোনাল্ড কুমান।
মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, এইবার ম্যাচের পরের দুই দিন খেলোয়াড়দের বিশ্রাম দেবেন কোচ। শুক্রবার অনুশীলনে ফিরবেন তারা। সেই অনুশীলনে থাকবেন মেসি। আগামী রোববার হুয়েস্কার বিপক্ষে খেলবে বার্সেলোনা।