ক্যাটাগরি

সাইবার নিরাপত্তায় হুমকি এলে ‘করার কিছু থাকে না’

‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ উপলক্ষে শনিবার সিটিও ফোরাম বাংলাদেশ আয়োজিত ‘আর্থিক খাতে নিত্য নতুন সাইবার আক্রমণ প্রতিরোধ’ শীর্ষক ওয়েবিনারে একথা বলেন তিনি।

সবাইকে সতর্ক করে সিটিও ফোরাম বাংলাদেশের সহ-সভাপতি জাকির হাসান বলেন, “সাইবার সিকিউরিটিতে থ্রেট আসলে তখন কোনো পদক্ষেপ কাজে লাগে না। আগের থেকে কোনো ব্যাবস্থা বা প্রস্তুতি গ্রহণ না করলে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে।”  

বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবীদের সংগঠন সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার বলেন, “সাইবার সিকিউরিটি মোকাবেলার ক্ষেত্রে নিজেদেরকে সক্ষম করে তোলার কোনো বিকল্প নেই। এর জন্য প্রতিষ্ঠানগুলো নিজেদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কোর্স চালু করতে পারে। যদি প্রতিষ্ঠানগুলো চায় তবে সিটিও ফোরাম তার যে অত্যাধুনিক ল্যাব ও রিসোর্স পার্সন রয়েছে তার মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মসূচি চালাতে সহায়তা করতে পারে।”

ওয়েবিনারে অন্যদের মধ্যে সিটিও ফোরামের মহাসচিব পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, ফোরামের সহ-সাধারণ সম্পাদক ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহের আহমেদ চৌধুরী  এবং ইউসিবিএলের ডিএমডি আবদুল্লাহ আল মামুন, ফোরামের কোষাধ্যক্ষ জনতা ব্যাংকের ডিজিএম নুরুল ইসলাম মজুমদার, কার্যনির্বাহী সদস্য লংকা-বাংলা সিকিউরিটিজের পরিচালক মুইনুল ইসলাম উপস্থিত ছিলেন।