ক্যাটাগরি

খুলনায় বাসচাপায় ২ ছেলে নিহত, মা আহত

চুকনগর হাইওয়ে থানার ওসি রেজাউল করিম জানান, ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারের কাছে শনিবার বিকাল ৪টার দিকে তারা হতাহত হন।

নিহত দুই সহোদর হল- উপজেলার রোস্তমপুর গ্রামের আমজাদ হোসেন শেখের ছেলে সাব্বির হোসেন (১৫) ও রাকিবুল হাসান (৫)।

ওসি রেজাউল করিম বলেন, হতাহতরা ভ্যানে করে চুকনগর বাজারে যাচ্ছিল। পথে ভ্যান নষ্ট হওয়ায় মেরামত করতে রাস্তার পাশে একটি গ্যারেজে থামে। এ সময় যশোর থেকে ছেড়ে আসা চুকনগরগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজের ভেতর ঢুকে পড়ে। এতে রাকিবুল ঘটনাস্থলেই নিহত হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাব্বির।

এ ঘটনায় গুরুতর আহত মাকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি রেজাউল।

তিনি বলেন, “চালকনিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।”

পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন ওসি রেজাউল করিম।