ক্যাটাগরি

লক্ষ্মীপুরের যুবলীগ নেতা মনির খুনের পেছনে ডাকাতি: সিআইডি

সোমবার ঢাকার সিআইডি সদর দপ্তরের এক সংবাদ
সম্মেলনে জানানো হয়, ওই হত্যাকাণ্ডের ঘটনায় সিআইডি চারজনকে গ্রেপ্তার করেছে।

তারা হলেন, মামুনুর রশিদ, আবুল কালাম আজাদ, ফারুক
ও আইয়ুব।
তাদেরকে লক্ষ্মীপুর ও চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
করা হয় বলে পুলিশ জানায়।

১৭ ডিসেম্বর রাতে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নে নিজ বাসায় খুন হন ওয়ার্ড যুবলীগের
সভাপতি মনির হোসেন (২৫)। তিনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

অতিরিক্ত ডিআইজি হাসিবুল আজিজ সংবাদ সম্মেলনে বলেন,
“ওই খুনের পেছনে এখনও পর্যন্ত রাজনৈতিক কোনো তথ্য পাওয়া যায়নি। ডাকাতি করতে গিয়ে মনিরের মাথায় লোহার রড দিয়ে আঘাত
করা হলে তিনি মারা যান।”

মনিরের স্ত্রী মনোয়ারা বেগমের মাথায়ও আঘাত করা হয়েছিল
সেদিন।

অতিরিক্ত পুলিশ সুপার মুক্তা ধর বলেন, সংঘবদ্ধ ডাকাত দলে
৯ জন সদস্য রয়েছে। তাদের দলনেতা মামুনুর রশিদ।

মনিরের বাড়ি থেকে লুট করা দুই লাখ টাকা, এক ভরি
গহনাও উদ্ধারের কথা জানিয়েছে সিআইডি।