আইসিসি সোমবার বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে।
২০১১ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৭ অক্টোবর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করে প্রতিটি বিভাগে সাত জনের মনোনয়নের তালিকা গত মাসে প্রকাশ করেছিল আইসিসি। এরপর দর্শক ও বিশেষজ্ঞ প্যানেলের ভোটে নির্বাচিত হন সেরা।
বিবেচিত সময়ে কোহলি ২০৮ ওয়ানডেতে ৬১.৮৩ গড়ে রান করেছেন ১০ হাজার ৩৮৮। সেঞ্চুরি আছে ৩৯টি। এই সংস্করণে ৮ থেকে ১২ হাজার, প্রতিটি হাজার রানের মাইলফলকেই দ্রুততম তিনি। ২০১১ সালে জিতেছেন বিশ্বকাপ, ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।
আইসিসি দশকসেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছেন ৩২ বছর বয়সী কোহলি।
আফগান ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন রশিদ বিবেচিত সময়ে ৪৮ টি-টোয়েন্টি ম্যাচে ওভারপ্রতি ৬.১৪ রান দিয়ে উইকেট নিয়েছেন ৮৯টি। এই সংস্করণে ২০১৫ সালে অভিষেক হয়েও অন্য যে কারও চেয়ে যা বেশি।
এই সংস্করণে প্রথম বোলার হিসেবে চার বলে চার উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনিই, ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে। সময়ের হিসেবে দ্রুততম বোলার হিসেবে স্পর্শ করেন ৫০ উইকেটের মাইলফলক, সময় লেগেছিল ২ বছর ২০ দিন। ব্যাট হাতেও বেশ কার্যকরী তিনি।