মুম্বাইয়ের একটি পত্রিকাতে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি জানান, ২০২২ সালের জন্য যে স্ক্রিপ্টগুলো পড়ছেন সেগুলোতে কাজ করলে তার সম্মানি হবে ১৩৫ কোটি।
এখন তিনি পাচ্ছেন ছবি প্রতি ১১৭ কোটি।
বর্তমানে ‘প্যাডম্যান’ হিরো অসংখ্য স্ক্রিপ্ট পড়ছেন বলে জানান। ইতিমধ্যে ২০২১ সালের সকল ডেট ‘বুকড’ বলে জানান তিনি।
এরপর কোনও ছবিতে সম্মত হলে সেটার শুটিং শুরু হতে হতে ২০২২ এসে যাবে বলে জানান এই তারকা।
শুধু তাই নয়, এই লকডাউনে তার সম্মানি ৯৯ কোটি থেকে বের হয় ১০৮ কোটি।
২০২১ সালের সিনেমার জন্য তিনি নির্ধারণ করলেন ১১৭ কোটি। এবং ২০২২ সালের জন্য তা হবে ১৩৫ কোটি।
এই লকডাউনে তিনি ডাউন না হয়ে নিজেকে ‘আপ’ই করেছেন বটে!