ক্যাটাগরি

শাহজালাল বিমানবন্দরে মাটি খুঁড়ে মিললো আরও একটি বোমা

সোমবার
কনস্ট্রাকশন সাইটে পাইলিংয়ের কাজ করার সময় আড়াইশ কেজি ওজনের বোমাটি পাওয়া যায় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা
হয়, বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুর বোমা নিষ্ক্রিয়কারী দল জেনারেল পারপাস (জিপি) বোমাটি নিস্ক্রিয় করে। পরে ধ্বংস
করে ফেলার জন্য সেটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

এর আগে গত ৯, ১৪ ও ১৯ ডিসেম্বর ওই সাইটে একই ওজনের আরও তিনটি জিপি বোমা পাওয়া যায়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বোমাগুলো ফেলা হয়েছিল বলে বিশেষজ্ঞদের ধারণা।