সোমবার
সকালে বেনাপোলের দুর্গাপুর গ্রামের নিহতের বাড়ির সামনে থেকে লাশ উদ্ধার করা হয়েছে
বলে জানিয়েছে পুলিশ।
নিহত
আল আমিন (২৮) দুর্গাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি বেনাপোল স্থলবন্দরের
৩৭ নম্বর শেডে অস্থায়ী সহায়ক কর্মী ছিলেন বলে স্বজনরা বলছে।
বেনাপোল
পোর্ট থানার ওসি মামুন খান বলেন, খবর পেয়ে দুর্গাপুর গ্রামে পড়ে থাকা এক যুবকের লাশ
উদ্ধার করা হয়েছে।
“প্রাথমিকভাবে
ধারণা করা হচ্ছে, যুবককে শ্বাসরোধ করে হত্যা
করা হয়েছে। তার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে।”
নিহতের
বোন লাবনী আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ভাই
বন্দরের কাজ শেষ করে রাতে বাড়ি ফেরেন। রাতের খেয়ে আল-আমিন
তার ঘরে শুয়ে ছিলেন।
“পরে
রাতে তাকে কে বা কারা বাইরে ডেকে নিয়ে যায়। তারপর আর ফিরে আসেনি।”
ঘটনাস্থল
থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো
হয়েছে।
ঘটনার
সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে আটকের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান ওসি।