সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক
ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২২ দশমিক শূন্য ২ পয়েন্ট বা শূন্য দশমিক ৪১ শতাংশ বেড়ে
৫ হাজার ৪২৬ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করছে।
সূচক বাড়লেও আগের দিনের তুলনায় লেনদেনে কমেছে ঢাকার
পুঁজিবাজারে। ডিএসইতে এদিন ৬১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ৬৬০
কোটি ৬৪ লাখ টাকা ছিল।
ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল
ফান্ডের ইউনিট। এর মধ্যে ১২৯টির দর বেড়েছে, ১০৫টির কমেছে এবং ১১৮টির দর অপরিবর্তিত
রয়েছে।
এ বাজারে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০ কোম্পানি হল-
বেক্সিমেকা, বিএটিবিসি, রবি, লংকাবাংলা, জিবিবিপাওয়ার, বেক্সিফার্মা, অরিয়ন
ফার্মা, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা এবং লাফার্জ।
ঢাকার পুঁজিবাজারে দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০ কোম্পানি হল-ইজেনারেশন
লিমিটেড, জিবিবি পাওয়ার, জিকিউ বলপেন, তৌফিকা ফুডস, এসএস স্টিল, এআইবিএল ফার্স্ট
ইসলামিক মিউচুয়াল ফান্ড, বিকন ফার্মাসিউটিক্যালস, অরিয়ন ফার্মা, আল হাজ
টেক্সটাইল এবং সাইফ পাওয়ার।
সবচেয়ে বেশি দর হারিয়েছে যে ১০ কোম্পানি- ইউনিলিভার কনজুমার কেয়ার,
এরামিট সিমেন্ট, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল
ফান্ড, ইস্টার্ন ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্সুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, ইবিএল
ফার্স্ট মিউচুয়াল ফান্ড, অগ্রণী ইন্স্যুরেন্স, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স
মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই
এদিন ৮৩ দশমিক ২৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৩ শতাংশ বেড়ে ১৫ হাজার ৬৮৭ পয়েন্ট হয়েছে।
সিএসইতে এদিন ৩৫ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা
আগের দিন ২৪ কোটি ৪২ লাখ টাকা ছিল।
এ বাজারে লেনদেন হওয়া ২২৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল
ফান্ডের ইউনিটের মধ্যে ৯৭টির দর বেড়েছে, ৫৭টির কমেছে এবং ৭২টির দর অপরিবর্তিত
রয়েছে।