ক্যাটাগরি

শাহজালাল বিমানবন্দরে ‘২৫০ কেজির’ আরেক বোমা উদ্ধার

এ নিয়ে সেখানে মোট
পাঁচটি বোমা পাওয়া গেল।এগুলো একাত্তরের মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে।

বুধবার যে বোমাটি পাওয়া
গেছে সেটির ওজন আনুমানিক ২৫০ কেজি বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, সকাল পৌনে
১১টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বোমা সার্চ টিম মাটির নিচে এই বোমার সন্ধান
পায়। পরে বোমাটি প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে নিষ্ক্রিয় করে ধ্বংস করার জন্য সতর্কতার
সাথে নিরাপদ স্থানে পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে পাইলিংয়ের সময়
গত ৯ ডিসেম্বর একটি অবিস্ফোরিত বোমা পাওয়া যায়। পরে বিমান বাহিনীর বোমা ডিসপোজাল টিম
বোমাটি নিষ্ক্রিয় করে। পরবর্তীতে বোমাটি ধ্বংস করার জন্য টাঙ্গাইলের রসুলপুরে বিমান
বাহিনীর ফায়ারিং রেঞ্জে পাঠানো হয়।

এরপর থেকে ওই এলাকায়
বিমান বাহিনীর একটি বোমা সার্চ টিম নিয়মিত বোমা অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এরই ধারাবাহিকতায় বুধবার পঞ্চম বোমা উদ্ধার করা হয়।

বোমা বিশেষজ্ঞদের উদ্ধৃত
করে আইএসপিআর জানায়, এই বোমাটিও আগে উদ্ধার হওয়া চারটি বোমা মতোই।