বুধবার
মধ্যরাতে সদর উপজেলার ভিটি গ্রামের পাশের জঙ্গলে র্যাব-৫ এর সদস্যরা এ অভিযান চালিয়েছে।
উদ্ধারকৃত
যুবকরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার চকদাদরা
গ্রামের উপরচক পাড়ার মহসিন আলীর ছেলে ইয়ানুর হোসেন ওরফে সম্পদ (২০) এবং
পেচুলিয়া গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে তারাজুল ইসলাম (২৮)।
আটক শাহীনুর
রহমান (২৪) একই উপজেলার ভিটি মন্ডলপাড়া গ্রামের দুলু মিয়ার ছেলে।
র্যাব-৫
এর জয়পুরহাট কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান,
অপহরণকারী চক্রের সদস্যরা অভিনব কৌশলে ওই দুই যুবককে ফুসলিয়ে জয়পুরহাট জেলার সদর
উপজেলার ভিটিপাড়া এলাকার ওই গোপন স্থানে অপহরণ করে নিয়ে যান। পরে যুবকদের আটকে
রেখে তাদের উপর শারীরিক ও মানষিক নির্যাতন চালিয়ে অভিভাবকদের কাছে এক লাখ টাকা
মুক্তিপণ দাবি করেন।
অপহরণের
এমন অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহৃত সম্পদ এবং তারাজুলকে
আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর
করা হয়েছে।
অপহরণকারী
চক্রের এক সদস্যকে আটক করা হলেও তার সহযোগীরা পালিয়ে যান। পলাতকদের আটকের জন্য র্যাবের
অভিযান চলছে।
এছাড়া
আটক শাহীনুরকে জয়পুরহাট সদর থানায় সদর থানায় সোপর্দসহ মামলার প্রস্তুতি নেওয়া
হচ্ছে বলেও জানান মোহাইমেনুর রশিদ।