ক্যাটাগরি

‘সেরে উঠছেন’ ডা. এবিএম আবদুল্লাহ

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে গত ১৫ ডিসেম্বর
রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডা. আবদুল্লাহ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
মেডিসিন বিভাগের সাবেক ডিন আবদুল্লাহ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
এখন তার অবস্থা অনেকটা ভালো। শারীরিক সমস্যা তেমন নেই। শরীরে এখনও এই ভাইরাস আছে কি
না তা জানতে বৃহস্পতিবার নমুনা দিয়েছেন।

“আগের লক্ষণ উপসর্গগুলো নেই। তবে করোনাভাইরাস
পরবর্তী দুর্বলতা এখনও কিছুটা রয়ে গেছে। আজ স্যাম্পল নিয়ে গেছে। দেখি নেগেটিভ আসে না
পজেটিভ আসে।”

স্ত্রী আইসিইউতে থাকায় এখনও হাসপাতালেই অবস্থান
করছেন এবিএম আবদুল্লাহ।

“তার অবস্থাও আগের চেয়ে ভালো। তাকে আইসিইউ
থেকে কেবিনে দেওয়ার কথা। এ কারণে আমিও হাসপাতালে রয়ে গেছি,” বলেন এই চিকিৎসক।

ডা. আবদুল্লাহ হাসপাতালে ভর্তি হওয়ার দুদিন
পর তার স্ত্রী মাহমুদা পারভীনের সংক্রমণ ধরা পড়লে তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৯৫ সালে সহকারী অধ্যাপক হিসেবে বঙ্গবন্ধু
শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যোগ দেন ডা. এবিএম আবদুল্লাহ। এ হাসপাতালের মেডিসিন
বিভাগের অধ্যাপক এবং ডিন হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০১৯ সালের ২৪ ডিসেম্বর এই মেডিসিন বিশেষজ্ঞ
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পান।