ক্যাটাগরি

শুধু প্রতিবাদ আর মানববন্ধনে ‘মুক্তি’ হবে না: গয়েশ্বর

বৃহস্পতিবার নয়া পল্টনে বিএনপির
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তার এমন মন্তব্য আসে।

গয়েশ্বর বলেন, “আগামীকাল
পহেলা জানুয়ারি, ২০২১, এরপর আগামী ৩১ ডিসেম্বর ২০২১। প্রতিদিন যদি আমরা প্রতিবাদ করি
তাতেও আজকে যা চলছে, তা কখনোই কমবে না, উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সে কারণেই আজকে শুধু
প্রতিবাদ আর মানববন্ধনের মধ্য দিয়ে আমাদের মুক্তির পথ খোলা নেই।

“আমাদের মুক্ত হতে হলে লড়াই
করতে হবে। সেজন্য আমি বলব,… প্রশাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদেরকে ছুটোছুটি
করতে হবে মাঠে-ময়দানে। তাছাড়া আমাদের পরিত্রাণ পাওয়ার অন্য কোনো পথ নাই।”

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে
গয়েশ্বর বলেন, “আসুন সরকারটাকে নামানোর জন্য একটু চেষ্টা করি। চেষ্টা করলে সফলও হতে
পারি, না হলে ব্যর্থও হতে পারি। কিন্তু চেষ্টা না করে সফলও হইলাম না, ব্যর্থও হইলাম
না, আর সবসময় ঈশ্বরের ওপর, আল্লাহর ওপরে ভরসা করলাম- আল্লাহ ছাড়া আর গতি নাই… না।”

“স্বামী বিবেকানন্দ বলেছেন,
কাপুরুষ এবং মূর্খরা অদৃষ্টের উপরে নির্ভর করে। আর বীর পুরুষরা নিজেদের অদৃষ্ট নিজেরা
গড়ে তোলে। আসুন- এই বিএনপি এই জাতির অদৃষ্ট কিংবা জাতির ভাগ্য…।”

‘দেশের ভাগ্য, গণতন্ত্রের
ভাগ্য’, প্রতিষ্ঠিত করতে বিএনপি নেতাকর্মীদের ‘বীর পুরুষের’ মত এগিয়ে আসার আহ্বান জানান
গয়েশ্বর চন্দ্র রায়।

বিএনপির মহানগর দক্ষিণ শাখার
সভাপতি হাবিব উন নবী খান সোহেল বলেন, বর্তমান সরকার মধ্যপ্রাচ্যের মত ‘ডাইনেস্টি প্রতিষ্ঠা
করতে চায়’, কিন্তু ‘বিএনপির কারণে’ তা পারছে না।

“বিএনপি করার কারণে হাবিজা
বেগমকে জীবন দিতে হয়েছে। আজকে এই সমাবেশ থেকে আমরা বিচার চাইব, বিচার আমরা পাব না।
এই স্বৈরাচারী সরকারের কাছে নারী হত্যার বিচার চেয়ে লাভ নেই, নারী ধর্ষণের বিচার চেয়ে
লাভ নেই, শিশু হত্যার বিচার চেয়ে লাভ নেই, কোনো হত্যার বিচার চেয়ে লাভ নেই, কোনো অন্যায়ের
বিচার চেয়ে লাভ নেই।”

মোটর সাইকেল
চাপায় টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও পৌর মহিলা দলের সভানেত্রী হাবিজা বেগমের মৃত্যু এবং
সারাদেশে নারী-শিশু নিপীড়নের প্রতিবাদে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে
‘নারী ও শিশু অধিকার ফোরামের’ উদ্যোগে এই মানববন্ধন হয়।

সংগঠনের সদস্য মীর সরফত আলী
সপুর সভাপতিত্বে ও সদস্য সচিব নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে মহানগর দক্ষিণ
বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস
সালাম আজাদ, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, মহিলা নেত্রী আরিফা সুলতানা
রুমা বক্তব্য দেন।