করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলার মধ্যে এই প্রথম দক্ষিণ এশিয়ার কোনও দেশ চীনের এই টিকা কেনার কথা সরকারিভাবে ঘোষণা করল।
এর আগে চীন বৃহস্পতিবারেই নিজ দেশের জনগণের জন্য সিনোফার্মের এই টিকা প্রথমবারের মতো ব্যবহারের অনুমোদন দিয়েছে।
পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেন টুইটারে লিখেছেন, “চীনের সিনোফার্ম কোম্পানি থেকে প্রাথমিকভাবে ১২ লাখ ডোজ টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা কমিটি। করোনাভাইরাস মহামারীর এই সময়ে সম্মুখ সারিতে থেকে যারা কাজ করছেন তাদেরকে আগামী তিন মাসে বিনামূল্যে এ টিকা দেওয়া হবে।”
ডিসেম্বরের শুরুর দিকে পাকিস্তান কোভিড-১৯ টিকা কিনতে ১৫ কোটি ডলারের তহবিল অনুমোদন করেছে। সংক্রমণের সবচেয়ে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর ৫ শতাংশকে টিকার আওতায় আনতে প্রাথমিকভাবে এ তহবিল বরাদ্দ করা হয়।
করোনাভাইরাস মোকাবেলায় আর কোন কোন টিকা সংগ্রহ করা হবে, সে বিষয়ে পাকিস্তান এখনও কিছু জানায়নি। তবে পাক বিশেষজ্ঞদের একটি দল এ সংক্রান্ত সুপারিশমালা তৈরি করছে।
তাতে একাধিক সূত্র থেকে টিকা কেনার কথা বলা হতে পারে। চৌধুরী ফাওয়াদ হোসেন বলেন, “আন্তর্জাতিকভাবে অনুমোদন পাওয়া কোনও টিকা বেসরকারি খাত আমদানি করতে চাইলে সে অনুমতি দেওয়া হবে।”
পাকিস্তানে গত বুধবার ৫৮ জনে মৃত্যু নিয়ে করোনাভাইরাসে মোট মৃতর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। একইদিনে নতুন সংক্রমিত হয়েছেন ২,৪৭৫ জন।
এ নিয়ে এখন পর্যন্ত পাকিস্তানে মোট ভাইরাস শনাক্ত হয়েছে ৪৭৯,৭১৫ জনের। দেশটিতে ক্যানসিনো বায়োলজিকসের কোভিড-১৯ টিকার তৃতীয় ধাপের পরীক্ষা চলছে।