ক্যাটাগরি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ২৬২টি গাড়ির হদিস নেই

বৃহস্পতিবার সরকারি হিসাব কমিটির বৈঠকে এ সংক্রান্ত অডিট আপত্তি নিয়ে আলোচনা হয়।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব গাড়ির খোঁজ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পরিবহন পুল ও মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, এসব গাড়ি বিভিন্ন সময় মন্ত্রণালয়ের প্রকল্পের জন্য কেনা হয়েছিল। প্রকল্প শেষ হলেও গাড়িগুলো পরিবহন পুলে জমা হয়নি। এ বিষয়ে অডিটর জেনারেল অফিসের অডিট আপত্তি নিয়ে কমিটির বৈঠকে আলোচনা করা হয়।

বৈঠকে বাংলাদেশ জুট মিল করপোরেশনের মিলের পাট গুদামে ৭৭৫ কুইন্টাল পাট ঘাটতি হওয়ায় প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি সংক্রান্ত মামলার সর্বশেষ অগ্রগতি পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল মিল করপোরেশনের উৎপাদিত পাট ও সুতা ঘাটতির ফলে আর্থিক ক্ষতি ১২ লাখ ২২ হাজার ৫১৮ টাকার অডিট আপত্তি নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বিটিএমসি ও অডিট অফিসের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করে পরবর্তী বৈঠকে প্রতিবেদন উপস্থাপনের জন্য বলা হয়েছে।

বৈঠকে জানানো হয়, ইউএমসি জুট মিলস লিমিটেডের নরসিংদী কার্যালয়ে অনুমোদিত শ্রমিক অপেক্ষা অতিরিক্ত শ্রমিক নিয়োগ করা হয়। এ জন্য সরকারের আর্থিক ক্ষতি হয়েছে ২৬ কোটি ৮৫ লাখ ৫৩ হাজার ৭৬২ টাকা।

বৈঠকে ব্যক্তি মালিকানায় হস্তান্তরিত ১৭টি মিলের কাছে বিটিএমসি ও সরকারি ঋণের অনাদায়ী পাওয়া ৭৫৭ কোটি ৮৪ লাখ ৩১ হাজার টাকা আদায়ের বিষয়ে আলোচনা হয়।

হিসাব কমিটি ১৭টি মিলের একটি পরিপূর্ণ প্রতিবেদন দেয়ার জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, বিটিএমসি ও অডিট অফিসের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করে পরবর্তী চার মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য সুপারিশ করে।

কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মো. আব্দুস শহীদ, মো. আফছারুল আমীন, মো. শহীদুজ্জামান সরকার, মনজুর হোসেন, আহসানুল ইসলাম (টিটু), মুস্তফা লুৎফুল্লাহ ও ওয়াসিকা আয়শা খান অংশ নেন।