বৃহস্পতিবার বিকাল সাড়ে
৩টার দিকে সাতক্ষীরার কলারোয়া শেখ আমানুল্লাহ কলেজ এলাকায় ঘোষপাড়া মোড়ে এই দুর্ঘটনা
ঘটে বলে দলের নেতারা জানান।
তবে কলারোয়া থানার ওসি
দুর্ঘটনার খবর শুনলেও গাড়িতে বিএনপির এই নেতা ছিলেন কিনা তা বলতে পারেন না বলে জানান।
আঠারো বছর আগে সাতক্ষীরায়
শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলার আসামি বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের
পক্ষে সাফাই সাক্ষ্য দিতে রিজভী বৃহস্পতিবার সাতক্ষীরা আদালতে এসেছিলেন।
দুর্ঘটনার পর রিজভীর সফরসঙ্গী
হাবিবুল ইসলাম হাবিব জানান, সাতক্ষীরা আদালত থেকে সাফাই সাক্ষ্য দিয়ে তাকে (হাবিবকে)
সঙ্গে নিয়ে যশোর বিমান বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিলেন রুহুল কবির রিজভী। বিকাল সাড়ে ৩টার
দিকে সাতক্ষীরার কলারোয়া শেখ আমানুল্লাহ কলেজ এলাকার ঘোষপাড়া মোড়ে ইঞ্জিনচালিত একটি
নছিমনের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, বহনকারী গাড়িটি
কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শারীরিকভাবে তাদের বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
কলারোয়া থানার ওসি মীর
খায়রুল কবির বলেন, “একটি পুরাতন মডেলের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে শুনেছি। তবে ওই গাড়িতে
বিএনপি নেতা রুহুল কবির রিজভী ছিলেন কিনা সেটি জানা নেই। তবে খোঁজ নিচ্ছি।”