বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল
অ্যান্ড ইনফেকশাস ডিজিজ-বিআইটিআইডিতে শুক্রবার পর্যন্ত ১১ জনের রক্তের নমুনা
সংগ্রহ করা হয়।
প্রতিষ্ঠানটির পরিচালক ডা. এম এ হাসান চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার তিনজনের
নমুনা সংগ্রহ হয়েছে। তাদের
পরীক্ষার ফল এখনও আসেনি। এর আগে সংগ্রহ করা আটজনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।
বিআইটিআইডি’র আইসোলেশন ওয়ার্ডে শুক্রবার পর্যন্ত
একজন রোগী চিকিৎসা নিলেও তিনি করোনাভাইরাস আক্রান্ত নন বলে
পরিচালক জানান।
এদিকে চট্টগ্রামে হোম কোয়ারেন্টিনে থাকা
মানুষের সংখ্যা কমে ৯৫৮ জনে এসেছে বলে জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী মিয়া জানিয়েছেন।