শুক্রবার বেলা ৩টার দিকে দেওয়ান বাজার এলাকার মদিনা মসজিদ লেইনে বৈদ্যুতিক গোলযোগ থেকে এই আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান জানান, দুটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে বিকাল পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে একটি হার্ডওয়্যার, একটি টেইলারিং দোকান, মেটাল ওর্য়াকশপ ও একটি মুদিও দোকান পুড়ে গেছে বলে জানান তিনি।
আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।