মঙ্গলবার
রাজধানীতে দলীয় এক অনুষ্ঠানে সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেন, “আওয়ামী লীগ
প্রশাসন দিয়ে দেশ চালাচ্ছে, তারা রাজনীতির মধ্যে নেই বললেই চলে। আর বিএনপি নেত্রী মুচলেকা
দিয়ে জেল থেকে বের হয়েছেন, তারেক রহমানের গ্রহণযোগ্যতার অভাব আছে।”
“তাই
বিএনপির পক্ষেও রাজনীতির মাঠে টিকে থাকা দুরূহ। কিন্তু মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে
জাতীয় পার্টি রাজনীতির মাঠে টিকে আছে। রাজনীতির মাঠে জাতীয় পার্টি হচ্ছে সম্ভাবনাময়
রাজনৈতিক শক্তি।”
রাজধানীর
বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে কুমিল্লা জেলা ও মহানগরের নেতাদের সঙ্গে মতবিনিরময়
সভায় জিএম কাদের এসব কথা বলেন।
করোনাভাইরাসের
টিকার জন্য বিকল্প প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের জন্য সরকারের প্রতি আহ্বানও জানান
তিনি।
সভায়
জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, “দেশের মানুষের সামনে উন্নয়ন ও সুশাসন দেওয়ার
ঐতিহ্য রয়েছে একমাত্র জাতীয় পার্টির। তাই দেশের মানুষ আবারও জাতীয় পার্টির শাসনামলে
ফিরে যেতে চায়। দেশের মানুষ জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকে ভোট দিতে আগ্রহভরে অপেক্ষা
করে আছে।”
জাপার
যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, আমির হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইফতেখার
আহসান হাসান, যুব বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজাহার
সরকার, কুমিল্লা মহানগর সাবেক আহ্বায়ক সালামত আলী খান বাচ্চু, কুমিল্লা দক্ষিণ যুব
সংহতির সাবেক সভাপতি মাহাবুবুর রশীদ মাহবুব প্রমুখ।