ক্যাটাগরি

জর্জিয়ায় সিনেট নির্বাচন, শেষ মুহূর্তের প্রচারে ট্রাম্প-বাইডেন

কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের (প্রতিনিধি পরিষদ) নিয়ন্ত্রণ বর্তমানে ডেমোক্র্যাটদের দখলে।

যদি সিনেটের নিয়ন্ত্রণ দলটি পেয়ে যায় তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডেমোক্র্যাটিক নেতা জো বাইডেনের হাতে সম্পূর্ণ কংগ্রেসের নিয়ন্ত্রণ চলে ‍যাবে এবং তিনি আগামী দিনে নিজের প্রতিশ্রুত নানা বিষয় নিয়ে সহজে অগ্রসর হতে পারবেন।

জর্জিয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে তাই বাইডেন বলেছেন, আসন্ন কয়েক বছরে যুক্তরাষ্ট্রের চেহারা কেমন হবে তা নির্ধারণ করবে জর্জিয়া।

অন্যদিকে, সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া রিপাবালিকান নেতারা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে নভেম্বরের হেরে যাওয়া নির্বাচনে ভোট ‘কারচুপির’ অভিযোগ নিয়ে জেদ ধরে না থেকে জর্জিয়ায় নির্বাচনী প্রচার চালাতে অনুরোধ করেছেন।

সেখানে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে গিয়ে ট্রাম্প ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘‘আমরা যে আমেরিকাকে ভালোবাসি সেটাকে রক্ষা করার এটাই শেষ সুযোগ।”

বর্তমানে জর্জিয়ার দুই আসনই রিপাবলিকানদের। দুই রিপাবলিকান সিনেটর কেলি লফলার এবং ডেভিড পের্ডু এবারও প্রার্থী হয়েছেন। তাদের লড়াই দুই ডেমোক্র্যাটিক প্রার্থী রাফায়েল ওয়ার্নক ও জোন অসফের বিরুদ্ধে।

এই চার প্রার্থীর কেউই গত নভেম্বরের নির্বাচনে সরাসরি জিততে প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। তাই জর্জিয়ার নির্বাচনী আইনানুযায়ী, দ্বিতীয় দফায় এই ভোট অনুষ্ঠান করা হচ্ছে।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা (জিএমটি ১২:০০) থেকে ভোট গ্রহণ শুরু হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। ভোট চলবে ১২ ঘণ্টা। অর্থাৎ, স্থানীয় সময় ১৯:০০ ‍টা পর্যন্ত।

যুক্তরাষ্ট্রের সিনেটের ১০০ আসনের মধ্যে বর্তমানে রিপাবলিকানদের দখলে রয়েছে ৫২টি আসন। যদি মঙ্গলবারের নির্বাচনে দুইটি আসনেই ডেমোক্র্যাটরা জিতে যায় তবে উভয় দলের আসন সংখ্যা সমান হবে।

সেক্ষেত্রে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভোট এই ‘টাই’ভাঙবে। অর্থাৎ, সিনেটে আসন সমান সমান হলেও নিয়ন্ত্রণ চলে যাবে ডেমোক্র্যাটদের হাতে।

সেটা হলে স্বাস্থ্যসেবা ও পরিবেশগত নানা বিষয়ে নীতি নির্ধারণে বাইডেনের এজেন্ডা আটকানো রিপাবলিকানদের জন্য কঠিন হয়ে পড়বে।

এছাড়া, মন্ত্রিসভা এবং বিচারবিভাগের নানা পোস্টে বাইডেনের মনোনীত প্রার্থীকে অনুমোদন বা বাতিল করার ক্ষমতাও সিনেটের হাতে।

যদি জর্জিয়ায় সিনেটের দুই আসনেই ডেমোক্র্যাটরা জিতে যায়, তবে হোয়াইট হাউজ, সিনেট এবং প্রতিনিধি পরিষদ সবগুলোর নিয়ন্ত্রণ চলে যাবে দলটির হাতে।

সর্বশেষ ২০০৮ ‍সালে সাবেক প্রেসিডেন্ট বরাক ওবামার প্রথম মেয়াদে ডেমোক্র্যাটরা এতটা ক্ষমতাবান হয়েছিল।