ক্যাটাগরি

আবরার হত্যা: সিআইডির ‘কেমিক্যাল এক্সপার্টের’ সাক্ষ্যগ্রহণ

মঙ্গলবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের কাছে তিনি সাক্ষ্য দেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। শুনানি শেষে বিচারক আগামী ১১ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ রাখেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ ভৃঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসআই রকিবুল হাসান বিভিন্ন আলামত শনাক্ত করেন এবং প্রদর্শনী হিসাবে দাখিল করেন।

রকিবুল হাসানকে নিয়ে এ মামলায় রাষ্ট্রপক্ষের ৬০ জন সাক্ষীর মধ্যে ৪৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হল।

বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক শিক্ষার্থী আবরারকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী একটি কক্ষে ডেকে নিয়ে বেদম মারধর করে। এতে তার মৃত্যু হয়।

পরদিন আবরারের বাবা বরকত উল্লাহ কুষ্টিয়া থেকে এসে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন।

এক মাস পর ২০১৯ সালের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান। গত ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।

আসামিদের মধ্যে এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৭ জন এবং এজাহারবহির্ভূত ছয়জনের মধ্যে পাঁচজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তিন আসামি পলাতক রয়েছেন।

 

পুরনো খবর

আবরারের হলের ক্যান্টিন বয়ের মুখে ঘটনার বর্ণনা
 

আবরারের লাশ হল থেকে সরাতে চাপ দিচ্ছিলেন ছাত্রলীগ নেতা রাসেল: চিকিৎসক
 

জেরায় শিবির নিয়ে একের পর এক প্রশ্ন আবরারের বাবাকে
 

অশ্রুচোখে ন্যায়বিচার চাইলেন আবরারের বাবা
 

আবরার ফাহাদ হত্যা: ২৫ আসামির বিচার শুরুর আদেশ