বাংলাদেশ সময় সোমবার রাতে চিকিৎসাধীন
অবস্থায় দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেইট প্রদেশের একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে
স্বজনরা জানান।
নিহত আবুল কালাম (৫৬) ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর
ইউনিয়নের নয়নপুর গ্রামের পাটোয়ারী বাড়ির হাবিবুর রহমানের ছেলে।
নিহতের মামাত ভাই রফিকুল ইসলাম জানান, রোববার রাতে একদল
সশস্ত্র লোক কালামের দোকানে ঢুকে মালামাল লুট করতে থাকে। এই সময় আবুল কালাম বাধা দিলে
তারা তাকে গুলি করে।
“স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি
করে। চিকিৎসাধীন
অবস্থায় সোমবার রাতে আবুল কালাম মারা যান।”
রফিকুল আরও জানান, প্রায় ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকা
গিয়েছেন আবুল কালাম। সেখানে কিছুদিন চাকরি করেন; পরে নিজে ব্যবসা শুরু করেন। দক্ষিণ
আফ্রিকার ফ্রি স্টেইট প্রদেশে বহুদিন ধরে একটি দোকান চালাচ্ছিলেন তিনি।
নিহত আবুল কালামের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন।
পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য নয়নপুর
গ্রামের বাসিন্দা সফি উল্যাহ স্বপন জানান, আবুর কালামের এক স্বজন আফ্রিকা থেকে কালামের
মৃত্যুর খবর পরিবাররের কাছে পাঠিয়েছেন। কালামের মৃত্যুর খবরে বারবার মূর্ছা যাচ্ছেন
তার স্ত্রী।
তার মরদেহ দেশে আনার জন্য স্বজনরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ
কামনা করেছেন বলে জানান এই ইউপি সদস্য।