আগামী ৩০ জানুয়ারি
এ ধাপে ৬৪ পৌরসভায় ভোট হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী,
৩১ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং বাছাই হয়েছে ৩ জানুয়ারি। আর প্রত্যাহারের
শেষ সময় রয়েছে ১০ জানুয়ারি পর্যন্ত।
নির্বাচন কমিশনের জনসংযোগ
পরিচালক যুগ্ম সচিব এসএস আসাদুজ্জামান জানান, এ ধাপে তিন পদে ৩৭১৫ জন মনোনয়নপত্র জমা
দেন। যাচাই-বাছাইয়ে বাদ পড়েন ১৬৫ জন।
বাছাইয়ে মনোনয়নপত্র
বৈধ হয়েছে মেয়র পদে ২৫৭ জনের, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৭২ জনের এবং সাধারণ কাউন্সিলর
পদে ২৫২১ জন প্রার্থীর।
বাছাই শেষে তৃতীয় ধাপে
দুইজন করে মেয়র প্রার্থী রয়েছেন ৯ পৌরসভায়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এবং কুমিল্লার লাকসাম
পৌরসভায় মেয়র পদে একক প্রার্থী রয়েছেন।
দ্বিতীয় ধাপে পৌরসভা
নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের পর একক প্রার্থী হওয়ায় মেয়র পদে চারজন এবং সাধারণ
কাউন্সিলর পদে ১১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সোনাইমুডড়ি পৌরসভার তফসিল
নোয়াখালী জেলার সোনাইমুডড়ি
পৌরসভায় ভোট হবে ১৪ ফেব্রুয়ারি।
মঙ্গলবার এই পৌরসভা
নির্বাচনের তফসিল দেওয়া হয়।
নির্বাচন কমিশনের যুগ্ম
সচিব আসাদুজ্জামান জানান, এ পৌরসভায় মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৭ জানুয়ারি, বাছাই
১৯ জানুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ
তারিখ ২৬ জানুয়ারি।
চতুর্থ ধাপে ৫৬ পৌরসভার
সঙ্গে যোগ হল এটি।