তাকে চুক্তিতে এই নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি (পিআরএল) ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আগামী ৮ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে ওই পদে বহাল থাকবেন।
ডা. ফারুক ন্যাশনাল ইনস্টিটিউট অব ডাইজেস্টিভ ডিজিজেস রিসার্চ অ্যান্ড হসপিটালের প্রকল্প পরিচালকের দায়িত্বে ছিলেন। চাকরির মেয়াদ শেষ হওয়ায় ওই পদেও তাকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
আলাদা আদেশে সোহাইলা আফসানা ইকোকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে চুক্তিতে তিন বছরের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
আর পিআরএল ভোগরত অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের পিআরএল স্থগিত করে দুই বছরের চুক্তিতে রাজশাহী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক পদে নিয়োদ দিয়েছে সরকার।
এছাড়া জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে অ্যানেস্থেসিওলজি বিভাগের অধ্যাপক পদে দুই বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছেন পিআরএল ভোগরত ডা. শাহানাজ ফেরদৌস।
এই কর্মকর্তার পিআরএল ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে ওই পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।