বুধবার ওই আইনজীবীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন তার ল ফার্মের কর্মকর্তারা।
তাকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে একই আইনে হংকংয়ের গণতন্ত্রপন্থি আরও বেশ কয়েকজন আন্দোলনকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া আইনজীবীর নাম জন ক্ল্যানসি। যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী এই আইনজীবী ‘দ্য এশিয়ান হিউম্যান রাইটস কমিশন’ এর চেয়ারম্যান।
হংকংয়ে গণতন্ত্রপন্থি আন্দোলনের সঙ্গে জড়িত একটি দলেরও সদস্য তিনি। বুধবার ক্ল্যানসির ল ফার্মে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
তার গ্রেপ্তারের বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে হংকং পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনও সাড়া দেয়নি।
তবে অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যায় পুলিশ এসে ক্ল্যানসির ল ফার্ম ঘিরে ফেলেছে।
এই ল ফার্ম থেকে হংকংয়ের বিরোধীদলের অনেক নেতাকে আইনি সহায়তা দেওয়া হয়।