ক্যাটাগরি

আশীষ খন্দকারের সঙ্গে ওয়েব চলচ্চিত্রে চমক

এতে একজন সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার; তার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন চমক।

পরিচালনার পাশাপাশি ছবির গল্পও আনুশের।

সিরিয়াল কিলারকে আবর্তিত চলচ্চিত্রের গল্পে দেখা যাবে, কয়েক মাস পর পর শহরে কিছু মানুষকে মেরে শুধু একটা তারিখ (১৭ এপ্রিল) লিখে রাস্তায়, অথবা খালে নর্দমায় ফেলে চলে যায়।

গোয়েন্দারা অনেক চেষ্টা করেও যখন কোনও সুরাহা করতে পারছে না তখন মেহেরাব নামে এক পুলিশ অফিসার ঘটনার তদন্তভার পান। ঘটনা মোড় নিতে থাকে ভিন্ন দিকে।

এতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, লুৎফুর রহমান জর্জ, মামুন, রওনক জাহান রাকা, ইকবাল, সেতু, বাপ্পি, আনোয়ার।

ডিসেম্বরের মাঝামাঝি থেকে শেষভাগে ব্রাক্ষ্মণবাড়িয়ার খেওয়াই, আখাউড়া, আশুগঞ্জ ও কেরানিগঞ্জের বিভিন্ন এলাকায় দৃশ্যধারণ হয়েছে।

ছবি ঘর ও আনুশ ফিল্মসের প্রযোজনায় নির্মিত ২ ঘন্টা ৪ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটি আসছে পহেলা বৈশাখে ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে বলে নির্মাতা জানিয়েছেন।