ক্যাটাগরি

নওগাঁয় গৃহবধূকে ‘চুল কেটে নির্যাতন’, স্বামী-শাশুড়ি গ্রেপ্তার

নিয়ামতপুর থানার ওসি হুমায়ন কবির জানান, গৃহবধূর
মা বুধবার সকালে থানায় মামলা করার পর পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে
পাঠায়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নিয়ামতপুর উপজেলার ভাবিচা
ইউনিয়নের আমইল সোনারপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক ও তার মা মোসাম্মৎ রহিমা বেগম (৫০)।

মামলার এজাহারে বলা হয়েছে, ১৬ বছর আগে বিয়ের
পর থেকে যৌতুকের জন্য প্রায়ই ওই গৃহবধূকে নির্যাতন করতেন তার স্বামী। গত ১৫ ডিসেম্বর
তার মাথার চুল কেটে দেন এবং শারীরিকভাবে নির্যাতন করেন। কারও সঙ্গে যোগাযোগ করতে দেননি।
এমনকি তার মাকেও তার সঙ্গে দেখা করতে দেননি। মঙ্গলবার আবার নির্যাতন করলে তার মা প্রতিবেশীর
মাধ্যমে খবর পেয়ে থানায় অভিযোগ দেন।

ওসি বলেন, গৃহবধূকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে অভিযান চালিয়ে তার স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার
করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।