ক্যাটাগরি

শিশু সোনিয়ার ঘোড়দৌড়ে মুগ্ধ ধুনটবাসী

বুধবার বিকালে ধুনট
উপজেলার পশ্চিম ভরনশাহী গ্রামের যুব সমাজের আয়োজনে ঘোড়দৌড় মেলায় অংশ নেয় সোনিয়া।

দশ বছর বয়সী সোনিয়া চাঁপাইনবাবগঞ্জের
গোমস্থাপুর উপজেলার হোগল গ্রামের মতিউর রহমানের মেয়ে।

এই ঘোড়দৌড় উপলক্ষে
পশ্চিম ভরনশাহী গ্রামে বুধবার মেলাও বসেছিল।

সরেজমিনে দেখা গেছে, হাজারও
নারী-পুরুষ ঘোড়দৌড় দেখতে খোলা মাঠে ভিড় জমিয়েছিল। মেলায় নানা সামগ্রীর দোকান নিয়ে
আসেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। গ্রামের মানুষ কেনাকাটায় মেতে ওঠে।

মেলার আয়োজকদের একজন
রাবু আহাম্মেদ জানান, মোট ৪০টি ঘোড়া নিয়ে মেলায় এসেছিল বিভিন্ন জেলার প্রতিযোগীরা।
স্থানীয়রাও প্রতিযোগিতায় অংশ নেয়।

ঘোড়দৌড়ের সবচেয়ে বড়
আকর্ষণ ছিল দুই শিশু ঘোড়সওয়ার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ১০ বছরের সোনিয়া
ও ১২ বছর বয়সী রিবু। সোনিয়া রিবুকে পিছনে ফেলে প্রথম স্থান ছিনিয়ে নেয়।

সোনিয়ার বাবা মতিউর রহমান
বলেন, চার বছর বয়স থেকে সোনিয়াকে ঘোড়দৌড়ের তালিম দেন তিনি। তারও খুব উৎসাহ
আছে। বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, জয়পুরহাটসহ অনেক জেলায় গিয়ে সোনিয়া প্রথম পুরস্কার
পেয়েছে।

“যেখানেই প্রতিযোগিতা হোক
জানতে পারলে বাবা-মেয়ে ছুটে যাই। অভাবের সংসার; তবুও মেয়ের পুরস্কার পাওয়ার শখ;
তাই অংশগ্রহণে চলে যাই।”

শুধু পুরস্কার নয়
সোনিয়ার ঘোড়া চালানো দেখে অভিভূত হয়ে অনেকে টাকাও উপহার দেয় বলে তিনি জানান।

সোনিয়া বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলে, “ঘোড়দৌড়ের খবর পেলে মাথা ঠিক থাকে না। বাবাকে বলি। যতদুরই
হোক বাবা নিয়ে যায়। বড় হলে দেশের শ্রেষ্ঠ ঘোড়সওয়ার হব।”

ঘোড়দৌড় মেলা উদ্বোধন
অনুষ্ঠানে ছিলেন বগুড়ার-৫ (ধনুট-শেরপুর) আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, জেলা
আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি টিআই নুরুন্নবী তারিক,
সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।

সংসদ সদস্য হাবিবর রহমান
সোনিয়াকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করেন এবং জেলা আওয়ামী লীগ সভপতি মজিবর রহমান
রিবুকে পুরস্কৃত করেন।