ক্যাটাগরি

চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে স্ত্রী হত্যার অভিযোগ

নিহত তানজিলা খাতুন (২৬) জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা
চৌধুরীপাড়া এলাকার কৃষক মোহাম্মদ মধুর (৩০) স্ত্রী।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, বুধবার রাত ৮টার
টার দিকে মধু তার স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে হত্যা করেন বলে খবর পেয়ে পুলিশ গিয়ে
তাকে আটক করে। মধু একজন কৃষক। তাদের দুটি ছেলেসন্তান রয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।