ক্যাটাগরি

গাজীপুরে ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বুধবার
রাতে গাজীপুর নগরীর গাছা থানার হাজীর পুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা
হয় বলে জানিয়েছেন র‌্যাবের র‌্যাব-১-এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন।

গ্রেপ্তাররা
হলেন, কিশোরগঞ্জের হোসেনপুর থানার বাসুরচর এলাকার জমশেদ মোল্লার ছেলে মো. এরশাদ মোল্লা
(৩৭), ফেনী সদরের এলিন ম্যানসন পেট্টোল বাংলা, পূর্ব উকিলপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের
ছেলে মোহাম্মদ ফারুক (৩১), শরিয়তপুরের ডামুড্ডা থানা এলাকার হাবিবুর রহমানের ছেলে মো.
শরিফুল ইসলাম ওরফে সুমন (৪০) এবং ফেনী সদরের চেওরিয়া সোহাগ মিয়ার বাড়ি এলাকার মো. আমিনুল
ইসলামের ছেলে সাহিদুল ইসলাম সোহেব (৩০)।

আব্দুল্লাহ
আল-মামুন জানান, হাজীর পুকুর এলাকায় মাদক বেচা-কেনার খবর পেয়ে বুধবার রাত সাড়ে ৯টার
দিকে সেখানে অভিযানে যায় র‌্যাব সদস্যরা।

স্থানীয়
স্টিলটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার
ও মাদকসহ ওই চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

সে সময়
তাদের কাছে থেকে নয় হাজার ৬০০টি ইয়াবা, একটি প্রাইভেটকার, নগদ তিন হাজার ১২০ টাকা এবং
আটটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলেন তিনি।