ক্যাটাগরি

ডব্লিউএইচও বিশেষজ্ঞদের চীনে ঢুকতে দেওয়ার অনুরোধ অস্ট্রেলিয়ার

এর আগে সপ্তাহের শুরুতে চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনাভাইরাস বিশেষজ্ঞদের ওই দলটিকে সেদেশে প্রবেশের জন্য ভিসা ছাড়পত্র না দেওয়ায় হতাশা প্রকাশ করেন ডব্লিউএইচও প্রধান।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পাইন বলেছেন, “চীনে প্রবেশের জন্য ডব্লিউএইচও টীমকে অবিলম্বে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হবে বলেই আমরা আশা করি।”

ডব্লিউএইচও’র গবেষণার গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন,“আমরা চীনে আন্তর্জাতিক মিশনের কাছ থেকে তথ্য-উপাত্ত পাওয়ার অপেক্ষায় আছি।”

চীনের হুবেই প্রদেশের উহান শহরেই প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটে তা পরে গোটা বিশ্বে ছড়িয়েছে বলে ধারণা করা হয়। চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কয়েক মাস ধরে আলোচনার পর ডিসেম্বরে করোনাভাইরাসের উৎসের বিষয়টি খতিয়ে দেখতে দিতে রাজি হয়েছিল।

ডব্লিউএইচও’র দলটির দু্ই সদস্য চীনের উদ্দেশে রওনাও দিয়েছিলেন। এদের মধ্যে একজনকে ফিরে যেতে হয়েছে এবং আরেকজন ট্রানজিট যাত্রী হিসেবে তৃতীয় আরেকটি দেশে অবস্থান নেন।

কোভিড-১৯ এর উৎস নিয়ে স্বাধীন তদন্তের আহ্বান জানানো দেশগুলোর প্রথম সারিতেই আছে অস্ট্রেলিয়া। চীনের সঙ্গে অন্যান্য বিষয়ের মধ্যে এ বিষয়টি নিয়েও অস্ট্রেলিয়ার সম্পর্ক খারাপ হয়েছে।

একারণে অস্ট্রেলিয়ার শীর্ষ ব্যবসায়িক অংশীদার হয়েও চীন অস্ট্রেলিয়া থেকে গরুর মাংস আমদানি কমিয়েছে, অস্ট্রেলীয় মদের ওপর শুল্ক আরোপ করেছে এবং দেশটি থেকে তুলা কেনাও নিষিদ্ধ করেছে।


করোনাভাইরাস: জাতিসংঘের তদন্তকারী দলকে ভিসা দেয়নি চীন