ক্যাটাগরি

রাজবাড়ীর জ্বর-কাশির এক রোগীকে ঢাকায় প্রেরণ

বৃহস্পতিবার বিকালে ওই ব্যক্তিকে রাজবাড়ী থেকে ঢাকায় একটি হাসপাতালে পাঠানো হয় বলে জেলার সিভিল সার্জন নূরুল ইসলাম জানান।

সিভিল সার্জন জানান, গত ১৯ মার্চ যুক্তরাষ্ট্র থেকে এক নারী দেশে ফেরেন। তিনি এই ব্যক্তির প্রতিবেশী।

“ওই নারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এমন একজনের সঙ্গে এই ব্যক্তিরও সাক্ষাৎ হয়। কিন্তু ওই নারীর সঙ্গে তার সরাসরি সাক্ষাৎ হয়নি।”

সিভিল সার্জন বলেন, এরপর কয়েকদিন ধরে তিনি জ্বর, কাশি, মাথাব্যথায় ভুগছিলেন। পরে বিষয়টি তিনি স্বাস্থ্য বিভাগকে জানালে তাকে ঢাকায় পাঠানো হয়।

তবে যুক্তরাষ্ট্রফেরত ওই নারী আক্রান্ত কিনা তা জানা যায়নি।