আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেছেন, “জনগণ সব সময় প্রাপ্তি ও অর্জনের পথে এগিয়ে যেতে চায়। বিএনপিকে আহ্বান জানাব, আপনারা মিথ্যাচার ও অন্ধ-বিরোধিতার পথ পরিহার করে সত্য এবং সুন্দরকে গ্রহণ করতে শিখুন। জনগণের মনের ভাষা বুঝুন।”
বাংলাদেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত-সমৃদ্ধ কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে ‘বদ্ধ পরিকর’ বলে মন্তব্য করেন তিনি।
২০০৮ সালের নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর গত ১২ বছর ধরে টানা তিন মেয়াদে দেশ শাসন করছে আওয়ামী লীগ। সরকারের বর্তমান মেয়াদের দুই বছর পূর্তিতে বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী।
সরকার প্রধানের ভাষণে গত এক যুগে যেসব উন্নয়নের বিবরণ এসেছে, তাকে ‘কথামালার ফুলঝুরি’ আখ্যায়িত করেছে বিএনপি।
দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সরকারের মেয়াদে যুগপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্জলা মিথ্যাচার করেছেন। তার এই বিভ্রান্তিকর ও দুরভিসন্ধিমূলক ভাষণ অন্তঃসারশূন্য কথামালার ফুলঝুরি ছাড়া আর কিছুই নয়।”
পরে এক সংবাদ সম্মেলনে রিজভীর এই প্রতিক্রিয়ার জবাব দেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, “গতকাল সন্ধ্যায় সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা জাতির উদ্দেশে একটি সময়োপযোগী ও দিক-নির্দেশনামূলক ভাষণ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণে গত এক যুগে আর্থ-সামাজিক এবং অন্যান্য খাতে বাংলাদেশের যে অভাবনীয় উন্নয়ন-অগ্রগতি ও মানুষের জীবনমানের ক্ষেত্রে যে দৃশ্যমান উন্নয়ন সাধিত হয়েছে তার একটি সংক্ষিপ্ত চিত্র যেমন ফুটে উঠেছে, ঠিক তেমনি এই উন্নয়নের ধারাবাহিকতায় সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের রূপরেখাও প্রস্ফুটিত হয়েছে।
“মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ গত ১২ বছরের বাংলাদেশের ঈর্ষণীয় উন্নয়ন-অগ্রগতি সক্ষমতা ও অপার সম্ভাবনার বস্তুনিষ্ঠ দলিল। যা জনগণের প্রাত্যহিক জীবন থেকে উঠে আসা বাস্তব চিত্রের প্রতিফলন।”
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, “বিএনপি জনগণ দ্বারা বার বার প্রত্যাখ্যাত হয়ে মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে সরকারের উন্নয়নের সুফল থেকে জনগণকে বঞ্চিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি-জামাতের দুঃশাসনে সরকারের সকল খাত আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত ছিল; এমনকি তারা টানা পাঁচ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নের কালিমা লেপে দিয়েছিল বাংলাদেশের ললাটে।
“তাদের আমলে সরকারের প্রতিটি সেক্টরের শিরা-উপশিরায় দুর্নীতির দূষিত রক্ত প্রবাহিত ছিল। গত এক যুগ ধরে সেই দূষিত ধারা পরিশুদ্ধ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনকল্যাণমূলক সরকার পরিচালনা ও বিশুদ্ধ রাজনীতির ধারা বিনির্মাণে নিরন্তর প্রয়াসের ফলেই বাংলাদেশের আর্থ-সামাজিক খাতে উন্নয়ন ও অগ্রগতি বিস্ময়কর সাফল্য অর্জিত হয়েছে।”
বাংলাদেশের জনগণ আর ‘বিএনপির অপশাসনের মৃত্যু উপত্যকায় ফিরে যেতে চায় না’ বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
করোনাভাইরাসের টিকা নিয়েও বিএনপি ‘অপপ্রচার চালাচ্ছে’ মন্তব্য করে তিনি বলেন, “করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে বিএনপি মিথ্যাচার করেছে। এর আগেও তারা অপপ্রচার করেছে।
“আমরা বাস্তবে প্রমাণ করব, যা বলেছি তাই সত্যি হবে। ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রী তার কথা রাখবেন, বাস্তবে প্রমাণ হবে।”