শুক্রবার সকালে গোলাপগঞ্জ উপজেলার সুনামপুর গ্রামে এ হামলার ঘটেছে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ থানার ওসি মিজানুর রহমান।
নিহত আব্দুল করিম খান ওরফে ঠাকুর মনাই (৬০) সুনামপুর গ্রামের বাসিন্দা।
ওসি জানান, সকালে আব্দুল করিমের ছেলে রাহেল আহমদ (৩৫) তার বাড়ির সামনে লাগানো গাছ কাটতে যান। এ সময় তার বাবা আব্দুল করিম খান এবং মা মিনারা বেগম (৪৫) রাহেলকে গাছ কাটতে নিষেধ করেন।
“এ নিয়ে মা-বার সঙ্গে রাহেলের তর্ক বাধে। এক পর্যায়ে খেপে গিয়ে রাহেল হাতে থাকা দা দিয়ে মা-বাবাকে কোপাতে শুরু করে।
এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুল করিম খান এবং গুরুতর আহত অবস্থায় মিনারা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
ঘটনার পর রাহেল পালিয়ে গেছে। তাকে আটকে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি।