মৌসুমের শুরু থেকে ধারাবাহিকতার জন্য লড়াই করছে বার্সেলোনা।
প্রতিপক্ষের মাঠে বেশ ভুগছে কাম্প নউয়ের দলটি। তবে এবার মিলেছে উন্নতির আভাস। ভাইয়াদলিদ,
ওয়েস্কা, আথলেতিক বিলবাওয়ের পর শনিবার গ্রানাদার মাঠ থেকে ৪-০ গোলের জয় নিয়ে ফেরে তারা।
চলতি মৌসুমে প্রথমবারের মতো লিগে পেয়েছে টানা তিন জয়। উঠে
এসেছে পয়েন্ট তালিকার তিন নম্বরে। কুমানের মতে, এভাবে খেলে যেতে পারলে শিরোপা লড়াইয়ে
থাকা সম্ভব।
“শিরোপা জেতা এক
জন খেলোয়াড়ের উপর নির্ভর করে না। এটা দলের মানসিকতার উপর নির্ভর করে।”
বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান।
“যদি সবাই ভালো
থাকে এবং নিজের সেরা ছন্দ ধরে রাখতে পারে তাহলে ওরা শিরোপার জন্য লড়াই করতে পারবে।
শীর্ষে থাকা দলের সঙ্গে পয়েন্টের যে পার্থক্য তাতে এটা খুব কঠিন হবে। তবে এই সপ্তাহে
আমরা ভালো খেলেছি, এটা আমাকে আত্মবিশ্বাস দিচ্ছে।”
প্রথম ৬ ম্যাচে কেবল ১ গোল করা লিওনেল মেসি ধীরে ধীরে ফিরছেন
ছন্দে। গ্রানাদার বিপক্ষে দুইবার জালে বল পাঠিয়ে ১১ গোল নিয়ে এককভাবে উঠে এসেছেন আসরের
সর্বোচ্চ গোলদাতাদের তালিকার শীর্ষে।
৪-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর মেসিকে তুলে নেন কুমান। বার্সেলোনা
কোচ জানান, অধিনায়ককে বিশ্রাম দেওয়ার সুযোগটা হাতছাড়া করতে চাননি তিনি।
“লিওকে বার্সেলোনার
প্রয়োজন। সেটা তার গুরুত্ব এবং কার্যকারিতার জন্যই। শিরোপার জন্য লড়াই করতে তাকে আমাদের
প্রয়োজন। যে লিড নিয়েছিলাম, এর জন্য তাকে তুলে নিতে পেরেছিলাম। মেসি দলের জন্য নিজের
সেরা চেষ্টাটা করে। শেষ দিকে খুব ভালো করছে, খুব কার্যকরভাবে।”
“দলের আর সবার মতো
তারও মৌসুম বাজেভাবে শুরু হয়েছিল। তবে সে সব সময়ই উজ্জীবিত। এখন বেশি গোল করছে তবে
সব সময়ই চেষ্টা করে গেছে।”
হতাশার ২০২০ পেরিয়ে নতুন বছরে দেখা মিলেছে আত্মবিশ্বাসী
এক বার্সেলোনার। এর পেছনের কারণ জানালেন কুমান।
“এখন আমরা আরও বেশি
শান্ত। আরও বেশি মনোযোগী। তবে আমাদের পা মাটিতে রাখতে হবে এবং কাজ করে যেতে হবে।”