ক্যাটাগরি

করোনাভাইরাস মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে সাহায্যের প্রস্তাব চীনের

শুক্রবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে এক ফোন কলে ট্রাম্পের সঙ্গে আলাপকালে তাকে এ প্রস্তাব দেন শি।

করোনাভাইরাস আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র এরই মধ্যে বিশ্বে সবাইকে ছাড়িয়ে গিয়ে মহামারীর পরবর্তী কেন্দ্রস্থল হয়ে উঠছে।

দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ৯৪৬ জন এবং মারা গেছে ১ হাজার ২৫৬ জন।নিউ ইয়র্ক এবং নিউ অরলিন্সের হাসপাতালগুলো রোগীর ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে।

করোনাভাইরাস ছড়ানো নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি দোষারোপে সম্পর্কে টানাপোড়েন এবং এ ভাইরাসকে ট্রাম্পের ‘চীনা ভাইরাস’ আখ্যা দেওয়া নিয়ে দু’দেশের মধ্যে চলে আসা বাকযুদ্ধের মধ্যে শি জিনপিং এখন সাহায্যের হাত বাড়ানোর ওই প্রস্তাব দিলেন।

করোনাভাইরাস নিয়ে দিশেহারা পরিস্থিতির মধ্যে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের আহ্বানও জানিয়েছেন তিনি। ফোন কলে ট্রাম্পকে চীনের প্রেসিডেন্ট শি বলেছেন, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক এখন এক ‘গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে’ পৌঁছেছে।

তিনি বলেন, “এই সময়ে দুপক্ষ লড়াই করতে থাকলে ক্ষতিই হবে বরং একসঙ্গে কাজ করতে পারলেই উপকার হবে। সহযোগিতাই এখন একমাত্র পথ। যুক্তরাষ্ট্র সংঘাত এবং সংঘর্ষকে দূরে সরিয়ে রেখে চীনের সঙ্গে সম্পর্কন্নোয়নে পারষ্পরিক শ্রদ্ধাবোধ এবং সহযোগিতার ভিত্তিতে বাস্তবসম্মত পদক্ষেপ নেবে বলেই আশা করছি।”

যুক্তরাষ্ট্রে যেসব চীনা নাগরিক আছেন তাদের সুরক্ষায় যুক্তরাষ্ট্র কার্যকরী পদক্ষেপ নেবে বলেও শি আশা প্রকাশ করেন। ভাইরাসটিকে ‘মানবতার শত্রু’ আখ্যা দিয়ে তিনি বলেন, “ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়েই কেবল আন্তর্জাতিক সম্প্রদায় একে পরাজিত করতে পারবে।”

ওদিকে, ট্রাম্প ফোনালাপের পর বলেছেন, “শি’র সঙ্গে আলাপ-আলোচনা খুবই ভালো হয়েছে”। টুইটারে তিনি লেখেন, “ভাইরাসটি নিয়ে চীনের খুব ভাল বোঝাপড়া আছে। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবমতে, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়েছে ১৭,০৯৯ জন এবং মারা গেছে ২৮১ জন।