সম্প্রতি
রাজধানীর গুলশানে রবির প্রধান কার্যলয়ে এ বিষয়ে দুই কোম্পানির মধ্যে একটি সমঝোতা স্মারক
স্বাক্ষরিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ই-ভ্যালি।
ইভ্যালির
চেয়ারম্যান শামীমা নাসরিন এবং রবির চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমেদ নিজ
নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
রবির
ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বিঞ্জ একটি স্মার্ট ডিজিটাল ডিভাইস, যাকে তারা বলছে
‘অল ইন ওয়ান স্ট্রিমিং সার্ভিস’।
একজন ব্যবহারকারী বিঞ্জের মাধ্যমে তিন হাজারের বেশি ওয়েব সিরিজ,
সিনেমা, নাটক, পুরষ্কারপ্রাপ্ত টিভি শো, ডকুমেন্টারি, বাচ্চাদের কন্টেন্ট, লাইভ টিভি
চ্যানেল দেখার সুযোগ পাবেন।
কোনো বিজ্ঞাপন ছাড়াই যখন খুশি, যতবার খুশি কন্টেন্ট উপভোগ করা
যাবে।
চুক্তি
স্বাক্ষর অনুষ্ঠানে শিহাব আহমেদ বলেন, “সময়ের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের ডিজিটাল জীবনধারার
চাহিদা মেটাতে বদ্ধ পরিকর রবি। সেই লক্ষ্যেই রবি এনেছে ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম
বিঞ্জ, যা ইতোমধ্যে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।”
ইভ্যালির
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, “মানুষের কেনাকাটার অভ্যাসের
সাথে সাথে বিনোদন উপভোগের অন্যতম মাধ্যম টিভি দেখার অভিজ্ঞতাও পাল্টে গেছে। এখন মানুষ
যেমন অনলাইনে কেনাকাটা করতে চায়, তেমনি টিভি দেখার ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তির
স্বাদ নিতে চায়।
“রবি
দর্শকদের সেই সুযোগটি করে দিচ্ছে। আর আমরা ইভ্যালির গ্রাহকদের কাছে বিঞ্জ পৌঁছে দেব।
আশা করছি টিভি দেখার ডিজিটালাইজেশনে আমরা উভয়েই অবদান রাখতে পারব।”
অন্যদের
মধ্যে ইভ্যালির নির্বাহী পরিচালক এহসান সরোয়ার চৌধুরী ও আরিফুল্লাহ খান, ঊর্ধ্বতন ব্যবস্থাপক
অমিতাভ চক্রবর্তী এবং রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকী, বিঞ্জ
এর জেনারেল ম্যানেজার সালাহ উদ্দিন ও এ ম শাখাওয়াত হোসাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।