লা লিগার ম্যাচে শনিবার রাতে ওসাসুনার বিপক্ষে গোলশূন্য ড্র করে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। মাঠের সবুজ ঢেকে গিয়েছিল তুষারে। ভারসাম্য রাখতেই ভুগছিলেন ফুটবলাররা। স্বাভাবিকভাবেই এর ছাপ পড়ে খেলায়।
এমন কন্ডিশনে খেলাই দুষ্কর। তারওপর নিজেদের মানের ধারে কাছে ছিলেন না রিয়ালের খেলোয়াড়রা। দুইয়ে মিলেই লিগ টেবিলের অবনমন অঞ্চলের দলের বিপক্ষে অঘটনের শিকার হয় শিরোপাধারীরা। ম্যাচ শেষে দলটির কোচ জিনেদিন জিদান বলেন, এই পরিস্থিতিতে ম্যাচ চালিয়ে যাওয়া ঠিক হয়নি।
তবে ক্রুসের যুক্তি, দুই দলই খেলেছে একই মাঠে; তাই এটা কোনো অজুহাত হতে পারে না।
“আমরা খুব বেশি সুযোগ তৈরি করতে পারিনি…নিজেদের মানের বিচারে আমাদের আরও সুযোগ তৈরি করতে হতো, যদিও মাঠ ছিল কঠিন।”
তুষারে ঢাকা মাঠে ছন্দ ছিল না রিয়াল মাদ্রিদের খেলায়।
“আমরা জানতাম, তারা এমন রক্ষনাত্মক খেলবে। মাঠ কোনো অজুহাত নয়, দুই দলই এখানে খেলেছে।”
সমালোচনা হয়েছে জিদানের বদলি নামানো নিয়েও। তবে বিশ্বকাপজয়ী এই জার্মান ফুটবলার মনে করেন, দিনটি এমন ছিল যেদিন কোচের চাওয়া মতো তারা খেলতে পারেননি।
“আমাদের খেলার ঘাটতি পূরণের জন্যই বদলি নামানো হয়েছিল…কিন্তু তারা খুব একটা পরিবর্তন আনতে পারেনি।”
“ম্যাচের এমন ফলে আমরা খুশি হতে পারি না। আমাদের লড়তে হবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, সেখানে ড্র যথেষ্ট নয়।”
১৮ ম্যাচে ১১ জয় ও চার ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। তিন ম্যাচ কম খেলে ১ পয়েন্টে এগিয়ে শীর্ষে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ।
শিরোপার আরেক দাবিদার বার্সেলোনা ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।