সোমবার থেকে বিনিয়োগকারীরা সকাল সোয়া ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত মোবাইল ফোনের মাধ্যমে লেনদেন করতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএসই।
এতে বলা হয়, পহেলা ফেব্রুয়ারিতে রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে আবার পুরো সাড়ে চার ঘণ্টা অর্থাৎ সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত মোবাইলে লেনদেন করতে পারবেন বিনিয়োগকারীরা।
ঢাকার পুঁজিবাজারের ৫০ হাজারের বেশি গ্রাহক মোবাইল ফোনের মাধ্যমে লেনদেন করেন।
সোমবার পর্যন্ত বাংলাদেশের পুঁজিবাজারে বিও একাউন্টের সংখ্যা ২৫ লাখ ৬৪ হাজার ৩৩৭টি। সে হিসেবে মোট বিনিয়োগকারীর দশমিক ২০ শতাংশ বিনিয়োগকারী মোবাইলে লেনদেন করেন।
সর্বশেষ তথ্য বিশ্লেষণে দেখা যায়, মোবাইলের মাধ্যমে মোট ৬৯ হাজার শেয়ার ক্রয়-বিক্রয়ের আদেশ দিয়েছিলেন বিনিয়োগকারীরা, যার মধ্যে ৫০ হাজারের বেশি লেনদেন সম্পন্ন হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান।
রোববার ঢাকার পুঁজিবাজারে মোট ২ লাখ ৩১ হাজার ২০৩টি লেনদেন হয়েছে। মোট টাকার পরিমাণ ১ হাজার ৫০৫ কোটি ৬৮ লাখ টাকা।
তবে মোবাইলের মাধ্যমে কত টাকার লেনদেন হয়েছে তা জানাতে পারেননি শফিকুর রহমান।