লা লিগায় গ্রানাদার বিপক্ষে ম্যাচের আগে শনিবার অনুশীলনে পায়ে অস্বস্তি অনুভব করেন আরাহো। এ কারণেই শনিবার রাতে গ্রানাদার মাঠে দলের ৪-০ গোলে জেতা ম্যাচে খেলতে পারেননি তিনি। তার জায়গায় সুযোগ পান সামুয়েল উমতিতি।
পরদিন পরীক্ষার পর তার ডান ঊরুর মাংসপেশিতে চোটের কথা জানায় বার্সেলোনা। সেরে উঠতে কতদিন লাগবে, তা অবশ্য জানানো হয়নি।
সুপার কাপের শেষ চারে আগামী বুধবার সোসিয়েদাদের মুখোমুখি হবে কাতালান দলটি।
চলতি মৌসুমে এর আগেও হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন আরাহো। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইউভেন্তুসের মাঠে পাওয়া ওই চোটে সাত ম্যাচে খেলতে পারেননি তিনি।