বিজিএফসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন) এটিএম শাহ্ আলম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি রোববার বিকালে পাঠানো হয়।
তাতে বলা হয়েছে, ২০১৯-২০ অর্থবছরে তারা এক হাজার ২৬৭ দশমিক ৫৯ কোটি টাকা আয় করেছে। তা থেকে পরিচালন ব্যয় বাদ দিয়ে মুনাফা হয়েছে ২০৩ দশমিক ৯৮ কোটি টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে এই কোম্পানি ছয়টি গ্যাস ফিল্ড পরিচালনা করছে। তার মধ্যে পাঁচটিতে উৎপাদন হচ্ছে। গত অর্থবছরে এসব ফিল্ডের ৪৪টি কূপ থেকে গড়ে দৈনিক ৬৮১ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে পেট্রোবাংলার গ্যাস বিতরণ কোম্পানিগুলোয় সরবরাহ করা হয়েছে। তাছাড়া এক লাখ ৭২ হাজার ২৮৩ ব্যারেল কনডেনসেট উৎপাদিত হয়েছে।
রোববার বিকালে ভার্চুয়াল প্ল্যাটফর্মে কোম্পানির ৬৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান, শেয়ারহোল্ডার ও পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।